তুমি কি গো ছবি হয়ে নিরবে থাকবে,
কখনো কি নাম ধরে আমাকে ডাকবে।
মনের আয়না হেরি জ্বালিয়ে প্রদ্বীপ,
শাড়ির আঁচল গুজে ঐ কপালে টিপ।
কানের ঝুমকা দোলে নাকের নোলক,
কন্ঠ মনিহারে কেশ প্যাচিয়ে আটক।
অসহায় চোখ দুটি ডাকে ইশারায়,
এই ছলে আলিঙ্গনে জড়াতে আমায়।।।

ছবির সামনে আজ দাড়াই যে একা,
কথা বলে খেয়ে যাই বারবার ধোকা।
সুস্বাধু রান্নার গন্ধে পাকঘরে ছুঁটে,
পিছন থেকে বাঁধিব চুমু খাব ঠোটে।
জীবন বাঁধন টুঁটে আজ তুমি ছবি,
স্মৃতির স্বরণে যাচি অহেতুক দাবী।।।