মন তুমি বড় দামী অমূল্য রতন,
ভালো মন্দ দ্বিধা দ্বন্ধ নির্ণয়ে সঠিক,
ন্যায় নীতি প্রেম প্রীতি সাহায্য অধিক,
ভুল গুলি যত্নে তুলি করিলে শোধণ।
গতি পথে মন সাথে সর্বদা ভ্রমণ,
পাশাপাশি প্রতিবেশী গড়েছে বসতি,
সুখে দুখে রাখে চোখে অদৃশ্য সারথি,
সাবধানে সচেতনে ফেলিতে চরণ।


মন টেনে উল্টা পানে বিপথে গমণ,
কাজ কর্ম জাত ধর্ম চরিত্র দুষিত,
ধরাধামে বদনামে কলঙ্ক রচিত,
দুশমন, মিত্র মন মানব জীবন।
ভাব ভঙ্গি নিত্য সঙ্গী অস্থিত্ব অর্জন,
সর্বজয়, পরাজয় সত্তার বন্ধন।