ভয়ের বন্দি
শপথ


এখনো অনেক রাত আঁধার ভূবন,
পূর্বাকাশে সূর্যোদয় মেঘের আড়াল,
বজ্র বিজলী চমকে অশুভ সকাল,
কর্ম ব্যস্ত জীবনের ধূসর স্বপন।
দুর্গম ক্লান্ত পথিক হাটে সাবধানে,
রক্তের বৃষ্টি ঝরছে প্রতিটি ফোটায়,
রঞ্জিত মাটির বুকে পিচ্ছিল কাঁদায়,
দিনগুলি অবিরাম কাটছে গোপনে।


ক্ষত বিক্ষত চরণে পথ চলে ভয়ে,
কালবৈশাখী প্রলয়ে যমদূত আসে,
বাঁচাতে জীবন আগে পরে সর্বনাশে,
নেই কোন মহাবীর বিদ্রোহী নির্ভয়ে।
জলন্ত আগ্নেয়গীরি দ্রোহের অনলে,
বুকের সুপ্ত সাহস নিভিল বিফলে।।