ধুলোমেঘের আড়ালে
জ্বলে ওঠে জোনাকপোকা-নক্ষত্র।
পূর্ণ চন্দ্র গিলে খেয়ে
পোয়াতি আজ অমাবস্যা
আবার জন্ম দেবে
নিমীলিত চোখের মতো বাঁকা চাঁদ ।
ঝুলে থাকা স্বপ্নদের
বাদুড়ের মতো উড়া-উড়ি
তরঙ্গ ছুড়ে ছুড়ে
এদিক ওদিক পথ চলা।
আর শুধুই খুঁজে ফেরা!
অন্ধকার ছায়ায় মিশে থাকা
ঘোমটা দেওয়া আশাগুলোর
চোখে-মুখে বিদ্রুপহাসি
সেই হাসি
অন্ধশিকারির চোখে পড়ে না!
06.06.2014