শ্রাবণের বন্যায় ভেসে যায় সব
এই নদী,এই মাঠ-ঘাট।
যে পুকুরতলা জেগে ছিল এতদিন
বৃদ্ধার বুকের শুকনো মরুভূমি নিয়ে
তার বুকেও আজ থই থই যমুনা
তারও আকুলি-ব্যাকুলি সীমালঙ্ঘনের।
আমার আকাশসূর্যের চোখেও
আজ  ভয়ঙ্কর কালো চশমা।
আমার শুকনো পুকুরেও আজ
বৃষ্টির খই ফোটে।
বারবার ফুসে ওঠে দ্রোহের জল।
অসম্ভব আকুলি-ব্যাকুলি
তারও সীমা লঙ্ঘনের।
ভাসিয়ে দেবে সবকিছু
ভাসিয়ে দেবে তোমাকে।
তোমার ফারাক্কা রুখতে পারবে না
কিছুতেই,এই বিদ্রোহী আমাকে।
মিলন হবেই পদ্মা আর গঙ্গার।
আমাদের সুখের বসতি হবে ভাটিতে।
নতুন সংসার হবে।
তুমুল ভালোবাসায়,
তোমার পেটে, আমার
কোমল শিশুর ছবি আঁকবে ।
আমাদের উঠুন জুড়ে থাকবে
ভালোবাসার সুখের রোদ্দুর ।
আর,এক আকাশ বুকে ধারন করা
বঙ্গোপসাগর হবে আমাদের
অনাগত সন্তানের
চিরস্থায়ী নতুন ঠিকানা।


"বর্ষার আয়োজন"


রচনাকাল :13.06.2014
কেরানিগঞ্জ,ঢাকা।