মৃত্যু একদিন
বিড়ালের মতো চুপিচুপি আসবে
মাছের টুকরার মতো টুক করে
প্রাণটা মুখে নিয়ে   চলে যাবে।
আলো পরিণত হবে
সীমাহীন অন্ধকারে।
এতদিনের চেনা জানা  পৃথিবী
উথালপাতাল জোছনা
খুব প্রিয় মেঠোপথ
অনাদরে পরে থাকা    ধুলোমাখা চিঠি
উইপোকায় খাওয়া কবিতার বই
কিংবা পুরোনো সেই ডায়েরি -
যার পাতায় পাতায় জীবনের
সুখ-দুঃখের ছবি আঁকা
কেউ আর
অপেক্ষা করবে না সেদিন।
অপেক্ষা করবে শুধু
নীল-সবুজ পৃথিবী
যে পৃথিবী
সবার জন্যই অপেক্ষা করে
আবার কারো জন্যই করে না।