অচ্ছুত মাকড়সার মতো
কিলবিল করে  উঠে আসে
আমার ভয়ঙ্কর সব অতীত।
আষ্টেপৃষ্ঠে জড়িয়ে ধরে
সেই সব দম বন্ধ করা অক্টোপাসকষ্ট।
নিস্তেজ নিস্তব্ধ শরীর আমার
শ্বাসবিহীন কষ্টনীল।
জমির আলের মতো শিরা-উপশিরা
নীল কষ্টের বিষাক্ত লোবানে
লালচে থেকে পচা বুড়িগঙ্গা।
আমার স্বপ্নচিঠি দখলে নেয়
ঘৃণিত উইপোকারদল।
কষ্টক্লান্ত ডায়েরি,
শব্দরঙা কবিতার বই,
শোকেসে সাজানো পঁয়ত্রিশ বছর
খুবলে খুবলে খুলে নেয়
মাংসাশী শকুন।
ক্ষতবিক্ষত দেহে, কাফনসাদা হাড়
দাঁত বের করে উপহাস করে।
অনিশ্চিত যাত্রায়
এখন বড্ড ক্লান্ত
আমার ঝড়ভাঙা বর্তমান।
অদূরে বসে আছে কয়েকটা
কয়লাকালো কাক,
এবারে তাদের পালা।