চাঁদের আলোর ধূসরতা
ডাহুকের অবিরত কান্না
বয়সের আঁধারে —
ঝুকে যাওয়া নারিকেল গাছ
চাঁদের সাথে ধুলোমেঘের গোল্লাছুট
নিভে নিভে আলো ছড়ানো —
জোনাকি পোঁকার নাচ।
নিস্তব্ধতা ভেঙে বাদুড়ের ডানা ঝাপটানি
সে-ই আদি অথচ প্রতিনিয়ত নতুন করে        আঁধারের সাথে কুয়াশার বুনোসঙ্গম।  
.....এই আমার পরিচিত পরিচর্যাহীন রাতের পৃথিবী।
ঘুমহীন, স্বপ্নহীন দীর্ঘ রাত।
নিস্তব্ধতার সাথে আশাহীনতার নিষ্ঠুর লুকোচুরি খেলা।
সারারাত অপলক জেগে থাকি শুধু আমি
সাথে জেগে থাকে—ঘুনে ধরা স্বপ্ন!