যেখানে তোমার সীমার অন্ত
ঠিক সেখানেই আমার বর্ণিল বসন্ত।  
বিশ্বেস না হয়
খোলা চুলে সৈকতের বুকে দাঁড়াও
আমার মন মানবে না কিছুতেই
অন্তত একটা ভাঙা কবিতা হয়ে
তোমার কাঁধ ছুঁয়ে যাব।
সত্যি বলছি তুমি আসবে
ক্লান্তিতে,সুখেতে ঘুমিয়ে পড়বে।
আমি তো সবসময়
তোমার সঙ্গেই আছি
অনুভবের দরজা, জানালা খুলে দাও
তবেই টের পাবে
আমার অদৃশ্য অস্তিত্ব।
দেখবে—তোমার প্রতিটা রক্তকণায়
কতটা গভীরভাবে মিশে আছি।
বিশ্বেস না হয়
রোদের ঝিলিমিলি, পড়ন্ত রবি,
ভাঙা ঢেউ, উদাসী বাতাস...
প্রশ্ন কর তাদের
আমার জন্ম কাকে ঘিরে?
উত্তর: শুধু তোমাকেই ঘিরে।
যদি অভয় দাও
তবে চিৎকার করে বলব—
এই আমি শুধু তোমার
ভালোবাসি শুধুই তোমাকে।


কথা বল ! শুধুই চেয়ে থেকো না!


ভীষণ ও প্রচণ্ড ব্যাথা হয় বুকেতে ।  
সেই আমি কী রকমভাবে বেঁচে আছি  !!


নোট:
কুড়িয়ে পাওয়া একটি চিঠির ভাব অবলম্বনে রচিত।


>সালু আলমগীর
21.12.1999