প্রথম দেখা;
বৃষ্টি সিক্ত লাল মাটিতে_
ইট বিছানো-
খুব সতর্ক; কোথাও কোথাও_এলোপাথাড়ি।


কে তুমি?
তুমি কি সেই কষ্ট আমার_
যার কারনে অপেক্ষাতে,
কাটছে প্রহর, সিন্ধু মাঝে;
সর্বশান্ত।
ওপারেতে ইটের পথে;
হাঁটছ তুমি একলা হয়ে ।


কে তুমি?
তুমি কি সেই_ কষ্ট আমার।
যার কারনে-
দুঃখ ভরা গগন মাঝে,
নাটাই ছেঁড়া ঘুড়ি হয়ে; উড়ছি আমি
_______________ ঠিকানা বিহীন।


তুমি কি সেই “মেঘ বালিকা”
উজান থেকে হঠাৎ আসা-
জলোচ্ছ্বাসে ভাসিয়ে ধরা-
ধ্বংসলীলায় মেতে ওঠা;
সর্ব_নাশা;
ভালবাসা ?