মেয়ে তুমি যাবে, যাবে আমার সাথে ?
যেখানে আকাশ নীল, তোমার চোখের মতো তলানি বিহীন।
যাবে আমার সাথে ঐ দূর পাহাড়ে ?
সরু পথ ধরে, উত্তপ্ত সূর্যালোকে তারার মেলায় রাঙ্গিয়ে নিতে
বিলীন হতে আলোর মাঝে সব হারিয়ে ?
কি লাভ বলো গুটিয়ে থেকে নিজের মাঝে অন্ধকারে ?
এর চেয়ে বরং ডানা মেলো আলোর পথে যাত্রা করো।
আলোর পথে আছি আমি কাঁঠালিচাঁপা হাতে নিয়ে।
পথে নামো মিছিলে আসো হাতটা ধরো সামনে চলো।
রাজ পথেই রক্ত দিয়ে অগ্নি ঝরা শ্লোগান দিয়ে
রক্ত চোষার তৃষ্ণা মিটিয়ে বাংলা আমার মাতৃভাষা।
মেয়ে তুমি বেরিয়ে পড়ো অন্ধকারের খুপরি থেকে।
হাতটা ধরো মিছিলে চলো
নতুন কিছু করতে হবে।