বৃথাই কলম চলে অর্থহীন শব্দ মালায়।
বাক্য নয়, শধু কাগজ নষ্ট করা।
প্রতিবাদী নোই, আসলে_ সাহস নেই।
সুযোগ আছে কিন্তু আত্মবিশ্বাস নেই।
নোংরা জীবন,
৯টা ৫টা অফিস সময়।
জীবনে কিছু করার নেই! এইটা মেনে নিতে হয়!


“মোদ্দা কথা; ইচ্ছে নেই”


যৌবন গেলো যুদ্ধ ছাড়া, দুঃখ শুধু ৭১এ হয়নি যাওয়া।
এখন তো আছে যৌবন ভরা_
তবু জীবন হতাশায় ঘেরা।
যৌবন হারাল তার মর্যাদা ,ন্যায়ের পথ এগিয়ে চলা।
বাকিটা জীবন কি এমনি হবে, নোংরামিতে যৌবন যাবে ?
আর বৃদ্ধ কালে বড় কথা, সমালোচনায় মুখর থাকা ।