ঘন কালো আঁধার_হয়ে গেল আবার,
আলোর কি বিচিত্র ব্যবহার!


বহু দিন পরে-
হয়ে গেল দেখা, এই বৃষ্টি ভেজা দিনে।


কত প্রিয় রং_________
“কমলা-হলুদ, আসমানী ও সবুজ”।
মনে পরে যত রংধনুর মত-
স্মৃতি বিজড়িত;
অতুলনীয়______হাসি মাখা মুখ খানি।
কোটি  মানুষের ভিড়ে- তবু খুঁজে পাই,
এই প্রিয় শহরে।
শত অভিমান;
তবু খুঁজে পাই_____ অনুরাগী মুখ খানি।


যেন,
মনে করিয়ে দেয়_
নিয়ন  আলোতে, খেঁটে-খাওয়া  মানুষ;
একটুকু_সুখের আশায়; বেলা-শেষে, ফিরে যায়-
প্রিয় মানুষের খোঁজে।


হাজার বছর ধরে;
গড়ে ওঠা এ শহরে-
বেড়ে ওঠা আমি;_____এই বৃষ্টি ভেজা দিনে,
বুঝে উঠি____  
আলাদা নয়;___
           বাকি সব মানুষের মত,
           বেলা-শেষে______
           ঘুরি-ফিরি প্রিয় মানুষের খোঁজে।


আর:
বহু-কাল পরে_ এই ঘন বর্ষায়,
আলো ছায়ার মাঝে, পেয়েছি তারে;
উত্তরের অপেক্ষায়.....................।।