সভ্য জগত নীরব হলে-দেখব দুজন গভীর রাতে;
গগন ভরা তারার মাঝে! দিক হারাবো দুজন মিলে; _অকস্মাৎ, খসবে তারা!
চাইবো তখন ভীষণ ভাবে, মনের যত ইচ্ছে আছে।
তারার আলোয়, দুজন মিলে_সিক্ত হব  ভীষণ ভাবে।
খুব ইচ্ছে করে...
তোমায় নিয়ে ছুটবো আমি- ঐ গগন মাঝে_
আলোর বেগে............ সত্যি; আলোর বেগে!  সত্যি তখন……..
আমরা হব, রূপান্তরিত_ প্রণয়-শক্তি পরিপূর্ণ
পরিণত কোন নক্ষত্রে!