শব্দ ভান্ডার হয়ত ফুরিয়ে যাবে
খাতার পাতাগুলো হারিয়ে যাবে
হয়ত পিপড়েরা সেই খাতা ছিড়ে খাবে
নয়ত কোন প্রেয়সী লুকিয়ে পড়বে।
তাতে আমার কিছু যায় আসে না
কারন আমি এখন মুক্ত!
কোন আবেগ আমায় টানে না।
আবেগের অর্গল ছেড়ে আমি চিরমুক্ত,
অশ্রুজলে সিক্ত করে না
সম্পর্কের জাল এখন আর বুনা যায় না
সম্পর্কগুলো সবই ফিকে এখন
লোক দেখানো সম্পর্কগুলো দিনে দিনে অস্পৃশ্য হচ্ছে
ভয় দেখাচ্ছে,আবার আনন্দ দিচ্ছে
আমি দেখছি আর মুচকি হাসছি।
যেন কোন আবেগহীন যন্ত্রে রুপান্তর হচ্ছি
এ কেমন বেচে থাকা?
নাকি বেচে থেকেও মৃত্যুর স্বাদ নেয়া!
চারপাশে শুধুই কৃত্রিমতার ছোয়া,
তাই ত আমার কবিতার খাতাটি এক সময় হারিয়ে যাবে
শব্দ ভান্ডার ফুরিয়ে যাবে,
শুরু হবে নতুন কোন জীবন
নতুন কোন ঠিকানায়,নতুন অজানায়।