আমি আজ মাতাল হব -তাই
চায়ের পেয়ালা অধরাই রাখলাম।
আমি আজ মাতাল হব-তাই
নিষিদ্ধের আবেদন অনাগ্রাহ্য করে গেলাম।
আমি আজ মাতাল হব-তাই
কৃত্রিম নেশায় বুঁদ হওয়ার প্রস্তুতি নিলাম।
আমি আজ মাতাল হব-তাই
নিযুত প্রেয়সীর অযুত হাসি অগ্রাহ্য করলাম।
আমি আজ মাতাল হব-তাই
ছেঁড়া চাদরে দিবাস্বপ্ন দেখলাম।
আমি আজ মাতাল হব-তাই
মৃত্তিকার গন্ধে ভীষণ পুলকিত হলাম।
আমি আজ মাতাল হব-তাই
হাসনাহেনায় হারালাম।
আমি আজ মাতাল হব-তাই
ছিন্নের অন্নে সুখ খুঁজলাম।
আমি আজ মাতাল হব-তাই
সকল মায়া ত্যাগ করলাম।
আমি আজ মাতাল হব-তাই
নিজেকে উন্মোচিত করলাম।
আমি আজ মাতাল হব-তাই
প্রহারের জবাব,প্রহারেই দিলাম।
আমি আজ মাতাল হব-তাই
উত্তরের হাওয়ার সাথে সংগম করলাম।
আমি আজ মাতাল হব-তাই
সবকিছু বিলিয়ে দিলাম।
আমি আজ মাতাল হব-তাই
আমি আজ মাতাল হব-তাই
যাই চাই-তাই করলাম।