আমি অনলের ন্যায় বর্ণহীন,রূপ-রস গন্ধহীন
আমি জলের ন্যায় স্বচ্ছ বা কাদাটে -শ্যাওলাচ্ছাদিত
মৃত্তিকার ন্যায় কপর্দকহীন- শ্রীহীন,কুচ্ছিত।
আমি আধাঁরের মত ভয়াল,তার মাঝে শত-নিযুত ভীতির ডানা-ঝাপ্টা;
আমি বেগবান পুরুষের মত উচ্ছ্বল, উগ্র নারীর দোপাট্টা
আমি গৃহহীন কৃতদার,তাতে কিঞ্চিৎ ছাই-পাশ!
আমি আস্তিনের ভাঁজে লুকায়িত
শেষ তুরুপের তাস!
আমি বায়ুবেগে স্খলিত তরল নির্যাস
আমি সদ্য কৈশোরে পদার্পণ করা বালকের ভাললাগা-একরাশ।
আমি তপ্ত কায়া-ঝড়- মৃদু সমীরন
আমি গহীন গিরিখাদে শৈলবক্ষের ধ্যানে ভন।
আমি ধোঁয়াশায় পালানো জীবনের স্বাদ
আমি কাল-বোশেখীর ঝোড়ো আবহে এক -বিদীর্ণ নাদ!
আমি হাহাকার হতে ধেঁয়ে আসা আগ্নেয়গিরির লাভা
আমি মৃতপ্রায় রবি-শশীর নবজাগরণের আভা
আমি জাগতিক মোহের উর্ধ্বে, বিদগ্ধ ভালোলাগায় সিক্ত
আমি জল-প্রপাতের ন্যায়
সর্ব-অহং রিক্ত!