দু'বছর কিভাবে যে পার হল নিরবে
আজও ভাবি এত দ্রুত সময়,পার হয় সরবে
ভয়ে ভয়ে শুরু,তারপর বেশ-আনন্দ অপার
নতুন নতুন মুখ, কাঁচা-পাকা গোঁফ দাড়ি সবার
সর্বোচ্চ বিদ্যাপীঠ - অক্সফোর্ড নাকি সে প্রাচ্যের
জানি না কেমন হবে শিক্ষক-গুণীজন ইহার
দৃষ্টির বাইরেও কতকিছু আছে এ জগতে
যা যায়না দেখা, পাওয়া যায় না পুস্তকে।
জীবনের রঙ আমি দেখিয়াছি সেথায়
হাজারো মানুষ,পরিচয় যেথায়।
বিন্দু বিন্দু জ্ঞান-সঞ্চয়,বৃক্ষ-পুষ্পে,দেয়ালে
আর সারি সারি কাঠবাদাম গাছের খেয়ালে
কত হাসি-ঠাট্টা, মশকরা, সিগারেট ভগ্নাবশেষ
গরম ধোঁয়া ওঠা চায়ে খুঁজে সুখ- অশেষ।
আজ দেখতে দেখতে পেরিয়ে গেল দুটি বর্ষ
মন মানে না, অশ্রুসজল, তাই বড় বিমর্ষ।
ওরা ছিল, থাকবে,শুরু হবে নতুনের পথ চলা
আমিও ছিলাম-
তোমাদেরই মত একথাটাই যে বলা।
স্মৃতিতে তুমি রবে অমলিন প্রিয় বিশ্ববিদ্যালয়
তুমি থাক সতত ভালো,
জ্ঞান কর দান, নির্মোহভাবে
শিক্ষাই যে আলো।