বছর ঘুরে এসেছিলে, নিয়ে দীর্ঘ এক মাসের আখ্যান;
কত পাপী-তাপীকে দিয়ে মুক্তি-পরিত্রাণ
কত নিঃশেষী বেদুঈন পরেছে তোমার প্রেমের শিরোস্ত্রাণ
বিদায় তোমাকে -হে মাহে রমজান।


তুমি যে কি, তুমি নিজে জানো না
হৃদয়ে বাজে তাই সদা করুণ-বীণা
তুমি মহান প্রতিপালকের পক্ষ হতে মানবের তরে মহা অনুগ্রহ
যে মাসে নিষিদ্ধ সব ধ্বংস, যুদ্ধ-বিগ্রহ।


পরশমণি, রত্নখনি তুমি চোখের আমার
হয়ে প্রিয় নবীমণির আদেশ সবার
যে পেল রমজান, সে যেন এই মাসে রোজা রাখে;
সেই ভয়াবহ দিনে, প্রিয়নবী নিবেন তাকে স্নেহে তুলে কাঁখে।


তাই আজি বাজে, হৃদয় গহীনে বেদনারই সুর
অশেষ নেকী হাসিলের মাস, হতে চলল দূর
মহাপ্রজ্ঞাময়ের এ বানী তাই অনুরনণে আকাশ-বাতাস-সমুদ্র-হিমালয় - অরন্যে কাঁপাক


"রোজা আমার জন্য, রোজাদার আমার হয়ে যাক"।