শুনশান নীরব চারপাশ।
মাঝে মাঝে বহে বাতাসের ঝাপটা।
হঠাৎ শীতলতা, দীর্ঘ নিঃশ্বাসদের কাতরতা।
রাত্রি গভীর কিন্তু শান্ত।
স্নিগ্ধতায় ভরা।
ছেঁড়া মেঘেদের দল ভেলার ন্যায়
ভেসে চলে অজানায়।
পাহাড়ের সাথে মিলনের অপেক্ষায়।
মৌনতার তীর হতে বৃক্ষরাজিরা কড়া নাড়ে
অপলক চেয়ে থাকা।
সৌন্দর্যে মোহিত হয়ে থাকা।
গুটি কয়েক নিশাচরের আস্ফালন
সাথে ঝিঁঝিঁ দের ব্যাপক উদ্যম।
বিনীদ্রের কাছে এ রজনী-
চিরকালই ভালোবাসার অপর এক নাম।