একটা বিবর্ণ বিকেলে আমি তোমার অপেক্ষায়
ছিলাম, কিছুটা স্মৃতিচারণ
অযাচিত নিরবতা,অতঃপর অনেকটা অকারণ।
অকারণে চেয়ে থাকা,হয়ত
আমার মত, বিস্তীর্ণ আকাশ
পেয়েছে কিছুটা অবকাশ।
আমার ভাললাগাগুলো নিষ্পেষিত হয়েছিল
কোন এক বর্ষণমুখর সন্ধ্যায়
উপেক্ষিত হয়েছিল - সংকীর্ণতায়।
আমি আজও বর্ষা এলে দুহাতে জল নিয়ে খেলি
একাকী। জলের শব্দে প্রাণোচ্ছল
মন-তরংগে সদা উচ্ছ্বল।
আমি আজ বিরহের কবি
কাব্য অনুরাগী। মনের ব্যাকুলতা তাই বছরান্তে
প্রেমহারা তাই বাধঁনছাড়া.....হয়ত অজান্তে।