কি, কত সহজেই হারানো হয়ে গেল!
কত রাত গেল, রাতের পর রাত, দীর্ঘ নিঃশ্বাস গেল,
সহজ সমীকরণগুলো জটিল হল -
জট পাকালো, সব আয়োজন চূড়ান্ত হল।


কত সহজেই অবসান হল,
প্রাণের বাঁধন খোলা হল,
বর্তমান অতীতের খাতায় নাম লেখাল-
সকল হিসেবের পাঠ চুকল।


বিলম্বে একটি 'সনদপত্র' পাওয়া গেল
তবে তা আনন্দের না, এক আকাশসম শূন্যতার।
গ্রহন হল বেদনার নীল রঙে
সমগ্র শিরা-উপশিরায় বিচ্ছুরিত তা -
যাবে না মুছে সেসব দিনগুলি,
সময়ের পরিক্রমায়,  বিস্মৃতির অতলে।  


*********---*********