চল হই হই
   মামা বাড়ি যাই!
হাঁক দিয়ে তাই
  মামা বাড়ি যাই!
দল বেঁধে যাই তাই
  পাড়া মাথায় উঠাই!
বড় বড় আম গাছে
   উঠে মজা পাই!
শোরগোল চড়াই
    চিল্লাই পাল্লাই
হাঁক দিয়ে তাই
    মামা বাড়ি যাই।
পুকুরে মাছ ভরা
   পানি থই থই
ঝাঁপ দেই দেই
আহা কি যে শান্তি।
ঠান্ডা পোহাই!
মাছ ধরে ভেজে ভুজে
এক করে খাই
নুন বেশি দেই!
আহা! মামা বাড়ি যাই!
ফুলের বাগান বেশ
সুবাস অশেষ!
তাতে মৌমাছি গুনগুন
কানা-কানি  ভুন ভুন
কত মজা পাই!
মামা বাড়ি যাই!
মামা বাড়ি মজা বেশ
ঘুরছি তো খাচ্ছি
শুধু মজা পাচ্ছি
আহা! বেশ বেশ!
মামা বাড়ি যাই।
হই হই রই রই!
রোদ পোহাই।
চল হই হই
   মামা বাড়ি যাই!
হইই হইই!
রইই রইই!