কল্পলোকের উড়ুক্কু বাহনে চড়ে
যুবরাজ আজ ফিরিলেন নিজ ভূমে,
নিজ চরনে ছুঁইলেন আরেকটি বার
বংগের স্বর্ন মৃত্তিকার।
হে বীর,হে নির্ভয়
তোমারি বাংলার হল জয়।
দেখিলেন চক্ষু মেলে
জনসমুদ্রের  গণ জোয়ার।
পুষ্পমাল্য শোভিত বিজয় বাহার।
সুদীর্ঘ নয় মাস,
দেহ তার জ্বলে পুড়ে অংগার।
জেল জুলুম শত নির্যাতনেও
পারেনি টলাতে পাথর হৃদয়ও।
চির আপোসহীন, প্রশ্নে স্বাধীনতার
হয়েছিলে মুক্তির দূত, মানবতার।
মৃত্যুও হার মানিয়াছে শেষে
তার কাছে।
হে বীর, হে নির্ভয়
তোমারি বাংলার হল জয়।