তোমার পথে আমার বাঁকে
আঁকড়ে ধরে-বিষন্নকে
পথে পথে ধাক্কা খেতে
ছিলাম সুখে, খুঁজলে কবে


ফিরে গেলে..নদীর মত নীরবে।
হায়! নদীর মত নীরবে || 🌷🌷


আমার আমি, আছি ভালো
নিয়ে তোমার রেকর্ড করা
শুন্যকথা, বুক ভাসানোর খেলায়
ছিলাম সুখে,খুঁজলে কবে


নিয়ে গেলে.. তারার মত নীরবে।
হায়!তারার মত নীরবে ||🌷🌷


শান্ত চোখে, অনল প্রবাহ
দেখতে লাগে, মন্দ- ভালো
দেখি মেলে,রংমহলের মাঁয়ায়
ছিলাম সুখে,খুঁজলে কবে


নিয়ে গেলে.. চাঁদের মত নীরবে।
হায়!চাঁদের মত নীরবে ||🌷🌷


একি ছিলো, তোমার জাদু
শুন্য দেহেও, তোমায় দেখি
দেখতে থাকি, পড়তে থাকার পালায়
ছিলাম সুখে,খুঁজলে কবে


নিয়ে গেলে.. চলে গেলে...  
চিরতরে, হারিয়ে গেলে ||🌷🌷


হায়!তারার মত নীরবে।
হায়! তারার মত নীরবে।


🌿🌿🌿🌿🌿🌿🌿🌿