শূন্য থেকে শুরু জীবনের আবর্ত
এক একটি ত্রিভুজাকৃতি অনবরত
দিকভ্রান্ত  বক্ররেখারা সদা পরিভ্রমণরত
বর্গাকৃতি ও ব্যস্ততার উলম্ব রেখা যত!
ঘনকীয় তলের জটিলতায় দেখ,
রশ্মিগুচ্ছের অসীম উত্তাল রেখ।
পেখোম মেলে ধরে কৌনিকের দলগুচ্ছ
বাহারি উপবৃত্তাকার, তাহাদের পুচ্ছ!
কালের চতুর্ভূজে মিলেছে আয়ত
তাতে বেহিসেবী পরাবৃত্তসমূহ বিস্তৃত নিয়ত।
বিচ্ছিন্নতায় একাকী সামান্তরিক তাই
সামান্য কর্তনেই রম্বস পাই।
অক্ষিগোলকের বৃত্তের মত শান্ত শেষে,
জীবনের বিন্দুগুলো একে একে
মিশেছে অন্তিম রৈখিক কোন স্বপ্নীল আবেশে!