জলে জলে , আগুন জ্বলে
জীবনেরই আগুন জ্বলে।
নানা রঙের পাপঁড়ি ফুলের
পেখম মেলে ধরে।


জলে জলে, বাতাস বহে
চলে নিরবধি।
জলের পরে কত কথা
নীচে আছে আধি।


জলে জলে ছড়িয়ে আছে
কষ্ট শত জমা।
জলনিমগ্ন অশ্রু কি
পাবে তব দেখা।


জলের গানের মত কেন
হয়না সব পবিত্র।
আজ ভেদাভেদ ভুলে হই
একে অপরের মিত্র ।