বিভাজনের আদিখ্যেতায়
গা ভেসে যায়, গা ভেসে যায়।
আসল ছেড়ে নকল আগায়,
চেয়ার গুলো সম্মুখে গতি পায়।
মুখে লাগা সৎ কথার রেশ
কাজের বেলায়?
থাক না! আহা, বেশ বেশ।
শুদ্ধেরা সব নির্বাসনে,
অপের দল সব গোপনে গোপনে,
বস্ত্রহীন সংগোপনে,
ছাই মাখে - ললাট পানে।
ভদ্রবেশী ছদ্মলোকে-
ফাঁদ পাতে ইথার জগতে!
বিদীর্ন প্রকৃতি সেই
ধান্ধাবাজদের নষ্ট হাতে!