সিঁথির সিঁদুর মুছে যাওয়ার সাথে সাথে
কি সব সমাপ্ত হয়?
আমি 'বন্ধন' এর কথা বলি
সেকেলে বন্ধন, অনেকটা।
মিথ্যেদের ফুলঝুরি আর অনবরত তাতে
সহাস্য ছলনার অশ্বাস।
অজানা খেলায় মাতে আধ-পেটা বিশ্বাস।
অবিশ্বাস দুয়ারেই দাঁড়িয়ে থেকে যায়
অনুমতির অপেক্ষায়।
দোলাচলের কাঠগড়ায় সেই সত্যকেই
দাড়াঁতে হয়। মিথ্যেরা আশ্রিত হয়।
হতেই হয়।
জিঘাংসারা নেমন্তন্ন পায়, প্রকাশিত হয়
উতকোচে মিথ্যা রটে,নিয়ত ডালপালা গজায়
নানান বাহুল্যতায়।
উদ্ভাসিত হয়
সিঁথির সিঁদুর এর চেয়ে দেখা ছাড়া আর
কোন উপায় নেই।
বহমান জীবন স্ফীত হাসি দেয়
কিন্ত না, সে হাসি প্রগাঢ় না, অসচ্ছল হাসি
মিথ্যেরা কিন্ত আশ্রিতই থাকে
কালে কালে, শুরুর মত শেষেও।