ঘোড়ায় চড়িয়া পথিক ছুটিছে
ছুটিছে,ছুটাইছে, অগ্নিস্ফুলিঙ্গ
মরু বক্ষে।
তীব্র উষ্ণতার থাবায়
মস্তক আধ-বিগলিত
তবুও অপলক দৃষ্টি তার, উর্ধ্বে  নিবদ্ধ।
পথিকের সাথে আড়ি পাতিয়াছে বৃক্ষ
জল আর একটি নিমগ্ন আকাশ।
মৃদু সমীরণ অনাহূত।
আকাশে তারারা নিহত দিবসে,
প্রকাশিত রাত্রিতে।
কংকরশোভিত উষর প্রান্তরে
ডাকিছে পথিক বিধাতারে
কেউ নেই, ধারে কেউ নেই, এই ত সময়
দুইজনাই এক কাতারে,
আমি পাইয়াছি তাহারে!