সত্যটাকে চাপা দিয়ে মিথ্যেগুলোর ছায়ায়
দিনের রশ্মি যায় যে বেড়ে এক লহমায়।
প্রভাত ফেরী, প্রমোদ তরী,
নিদারুণ অসুখ, দু'চোখের কোণায়।
যাচ্ছে দিয়ে তবুও সে- মাটির চাকার পুতলায়
আজ, কাল থেকে পরশু অব্দী
ফিকেয় চাদর চড়ছে গায়
অব্যক্ত যাতনা - মৃতের শকট চাকায়।
রক্ত তিলক আঁকা ওতে
সহস্র পৃথ্বীরাজের তরবারীর ধারায়।
ত্রিকালদর্শী লোকান্তরে,
পথের বাঁকে, দেবদারুর ছায়া ঘিরে
যন্ত্র দানবের কবলে সুনিবিড় পদ্ম,
আবরিত, মুখরিত হয়ে ধরে আছে ছদ্ম।
তিমির রাত্রি সর্বাগ্রে -
বৃথা,বৃথা,বৃথা জীবন আর আমি
অবেলায় বসি মুখোমুখি।