বৃত্তের ভেতর আরেক বৃত্ত
তার ভেতর আরেক
তার ভেতর নাকি অসংখ্য বৃত্ত
সব বৃত্তেরই কেন্দ্র এক।
এক কেন্দ্রিক বৃত্তগুলো স্থির না,
অস্থির।
আমি বলি -বৃত্ত গুলো স্থির
ওরা বলে- ঘুর্নায়মাণ।
বৃত্তগুলোর কোন শেষ নেই,অজস্র
ওরা অসীম, ওদের সমাপ্তি কেন্দ্রে,
ওদেরও মৃত্যু হয়,ওরা পতিত হয়
কালের গহ্বরে,কেন্দ্রে।
বৃত্তগুলোর কেন্দ্র কিন্তু এক, অদ্বিতীয়।