কিসের পিছে ছুটিছে মানুষ?
কিসের এত চাহিদা?
টাকা পয়সা,সোনা গহনা
সব কিছু চাই হাদিয়া!


চাকরি চাই, ব্যবসা নাই,
চাল,ডাল,তেল-নুন নাই,
উপোস সন্ধ্যায় উনুনে আগুন নাই,
সব শেষ, নেই বাজার সদাই।


জল নাই, বল নাই,
খাল নাই, বিল নাই,
নাই,নাই মাছ নাই,
আড়তেও কিছু নাই।


ধান-চাল,পান নাই,
সব শুধু খাই খাই।
সবে বলে যাই যাই
কোন বনে হারাই।


চাষী বলে ছেলেটারে
কেউ কারো ন'রে ব্যাটা,
নিজে যা পারিস করিস
চুকে যাক ল্যাঠা।


আধো আলো সাঁঝনামা
চিন চিন আলেয়া;
বাহারি সাত রঙা
অভাব গিয়াছে সহিয়া।


ধিন ধিন নৃত্য বৃদ্ধার
উদোম গায়ে বসিয়া,
নাই নাই কিছু নাই চোখে
মুখ যায় হাসিয়া।


এভাবেই যুগান্তর
কাটিয়া যায় নিরন্তর,
অভাবের দায় নিয়া মাথায়
সব প্রশ্ন অবান্তর!