আকাশের জমা মেঘগুলোর দিকে তাকিয়ে কি যেন একটা ভাবলাম মনে মনে
কিন্তু কি ভাবলাম-তা ঠিক বুঝতে পারলাম না।
হিমেল হাওয়ার সাথে ঝিরি ঝিরি জলের ছোয়া
এ যেন এক অদ্ভুত আনন্দে অবগাহন।
আমি ঠিক করলাম, আজ কোথাও যাব না
শুধুই চেয়ে থাকব,অবলোকন করব
এই অপরূপ প্রকৃতিকে, তার অপার সৌন্দর্যকে
হঠাত  গুড় গুড় শব্দে চারপাশ কেন জানি নিকষ আধারের  আচ্ছন্নতায় মোহাবিষ্ট হয়ে গেল।


আমি জানলাম,শিখলাম-নতুন করে,দেখলাম তাকিয়ে,
এ যেন প্রকৃতির সাথে মানবের মহামিলন।


বহু পুরাতন,জরাজীর্ন,কালে কালে ক্ষয়ে যাওয়া-
পুণর্মিলন।


মিলনের আনন্দে আত্মহারা আমি শুধুই চেয়ে দেখি,
চেয়ে থাকি।
আমার সামনে প্রকৃতির এক মোহনীয় রূপ
যা বিমোহিত করে,ভয়ার্ত করে
এক অপার্থিব আনন্দে মানব হৃদয়কে নব মিলনের প্ররোচনা দেয়।
ভাসিয়ে নেয় অসীম কোন শুভ্র মোহনায়
যেথায় আজকের মেঘেদের মত কয়েকটি কনা হয়ত আমার অপেক্ষায় ছিল কত সহস্র কাল
হয়ত আমার প্রতিক্ষায় তারা প্রতিনিয়ত উতসর্গ করেছে সহস্র ক্ষণকাল।
আর তাদের আস্ফালনে বিরহের অগ্নিস্ফুলিংগ ঝরেছে সময়ের পটে,
তাই ত আজ প্রকৃতির সাথে মানবের এ মিলন


বহু পুরাতন,জরাজীর্ন, কালে কালে ক্ষয়ে যাওয়া
পুনর্মিলন।