এভাবেই হয়ত,  প্রতিটি শেষের একটি
শুরু থাকে। ধুম্র কুঞ্জে, নব আবহের অপেক্ষায়।
সিক্ত মৃত্তিকাতে লুকায়িত।
মোহাবেষ্টিত।


এভাবেই শর্বরীদের আন্দোলন সমাপ্তে
দিন জাগরনে।
চাকচিক্যময়তার লোলুপ দৃষ্টিপানে,
নতুনের অহবানে।


প্রতি চক্র শেষে,  প্রতিক্রিয়ান্তে,
ক্ষুদ্র, নিতান্ত ক্ষুদ্র প্রলয়ান্তে,
হয়ত অজান্তে।
অতীতের প্রশ্নবাণে।


নতুনের আহবানে, নতুন নতুন নতুন সব
শেষ থেকে রেশ অব্দী......
সব নতুন, নব ধারায়,  নব সম্ভাবনার দুয়ার
উন্মুক্ত, দৃপ্ত,  নির্ভয় -চিত্ত।