মানবতা যখন সর্পের দংশনে নীল হয়
তখন আমি নিজেকে প্রকাশ করি।
আমি দুর্নিবার, সদা প্রস্তুত, চির নির্ভীক।
যুদ্ধের ময়দানে-আমি শেষ সৈনিক।
আমি অনল,আমি দ্রোহ, মাথায় বাঁধি সাদা কাফন
আমার আগুনজ্বলা রুদ্রমূর্তি
শত্রুর হৃদয়ে ধরায় হৃদকম্পন।


আমি চির উন্নত মম শির
আমি প্রবল, রণক্ষেত্রে ইস্পাত কঠিন
আমি শেষ সৈনিক।
আমি ভালবাসা দিয়ে ফুল ফোটাতে জানি
আমি খঞ্জরের আঘাতে বক্ষ বিদীর্ণ কারী
কখনো স্থলে,কখনো জলে
কখনোবা হয়ে বৈমানিক;
যুদ্ধের ময়দানে- আমি শেষ সৈনিক।


আমার চোখে ঈশ্বরের ক্রোধ,মায়া
আমি দুইয়ে মিলে হয়েছি একাকার,
রুধিধারার স্রোতে আমি চির অনীক
আমি শেষ সৈনিক।
আমার বিন্দুতে জন্ম নেবে হাজারো যুদ্ধবাজ
মাতৃভূমির তরে বারংবার দেবে প্রাণ বিসর্জন।
মহৎ জীবন!

আমি দুর্নিবার,সদা প্রস্তুত,চির নির্ভীক
আমি শেষ সৈনিক।
আমি হাসি মুখে মৃত্যুকে করি বরণ
স্বর্গভূমিকে করে স্মরণ চিরন্তন।
তখনো আমি টলি না,হারাইনা চেতন
আমার নিস্তব্ধ দেহ  তখনও পাহারা দেয়
স্বাধীনতার অরূণ।


আমি দুর্নিবার,সদা প্রস্তুত, সেই চির নির্ভীক
আমি শেষ সৈনিক।