বেদনার রংগুলো সব ক্ষয়ে ক্ষয়ে যাচ্ছে
অসাড় ভাললাগাগুলো স্পষ্ট দেখা দিচ্ছে।
অসম্ভব ভাল লাগা আজ এ মনে
খুবই সাধারন, তুচ্ছ কারনে।


গোধূলি লগনের ক্লান্ত সূর্যের ন্যায়
ক্লান্ত পথিকের থেমে আসা দৃপ্ত পদের ন্যায়।
অসম্ভব ভাল লাগা আজ এ মনে
খুবই সাধারণ, তুচ্ছ কারনে।


দিনের শেষে নীড়ে ফেরা চড়ুই পাখির মত
ঘুমহীন চোখে পাহাড়ের নির্জনতা যত।
অসম্ভব ভাল লাগা আজ এ মনে
খুবই সাধারণ, তুচ্ছ কারনে।


বৃষ্টিদিনের অপেক্ষার পালা শেষে
সকল জন্মের আয়োজন সমাপ্তে।
অসম্ভব ভাল লাগা আজ এ মনে
খুবই সাধারণ, তুচ্ছ কারনে।


কোন চপলা-চঞ্চলার হাতে পদ্মফুলের মত
বৃক্ষের গা বেয়ে বেড়ে ওঠা কোন পরগাছার মত।
অসম্ভব ভাল লাগা আজ এ মনে
খুবই সাধারণ, তুচ্ছ কারনে।


আকাশের অসীম নীলিমায়, মুক্ত বিহগ যত
অবশেষে উপশম হওয়া সেই যুগের ক্ষত।
অসম্ভব ভাল লাগা আজ এ মনে
খুবই সাধারণ, তুচ্ছ কারনে।