আবার সব কিছু হারাবার ভয় আঁকড়ে বেঁচে থাকা
আবার নিস্তব্ধতা কে সঙ্গী করে হেঁটে  যাওয়া


ততদূর, যতদূর না কোনো পরিচিত স্বর
আবার নতুনকরে বেঁচে থাকতে আহ্বান করে


আবার অগুনতি ভয়ের বিস্তার হৃদয় জুড়ে
আবার হিমশীতল অনুভূতির স্পর্শ পাওয়া


আবার মাকড়শার জালে দম বন্ধ করা অনুভূতি
আবার তোমাকে শেষ বারের মতো ছোঁয়ার আকুতি


আবার নতুন করে তোমাকে চেনার অলীক সুখ
আবার শীতের বিকেলে মনখারাপের অসুখ


আবার মিথ্যে প্লাষ্টিকের ফুলে সত্যির আঘ্রান
আবার সরীসৃপ এর চোখে নিজের ভয় সঞ্চারিত করা


নিরাপত্তা হীনতার মোড়কে নিজের মূল্যায়ন কি ভাবে করা যায় ?
নাকি সবটাই ভুল।


যেমন তোমাকে বুঝতে করেছিলাম
যদি ভুলে যাওয়া যেতো


অপারগ অক্ষমতার মতো
আবার একটা 'আবার' নিয়ে বেঁচে থাকা


আবার একটা আবারের আবরণে নিজেকে জড়িয়ে নেওয়া
নেশার মতো আষ্টেপৃষ্টে দেহ বেয়ে ওঠে পরজীবী উদ্ভিতের মতো


শেষ বারের মতো "আবার" নিয়ে অনিদিস্টর পথে যাত্রা করার
প্রতীক্ষায় বসে থাকা।