নিজের জন্য।.................


আমি এমন একটা জায়গায় যেতে চাই
যেখানে আগে কখনো কেউ যায়নি
যেখানে আগে কখনো কারো পা পড়েনি।


আমি সেখানে গিয়ে নিজের সাথে একা হতে চাই।
মানুষের ভিড় আর ভালো লাগে না
এই না এর ভিড়ে একবার হলেও হ্যাঁ  শুনতে চাই।


তোমার কাছ থেকে নয়
নিজের কাছ থেকে।


ছুটি তো তুমি দিয়েই দিয়েছো
আমার অনুমতির তোয়াক্কা না করে।


এবার নিজের কাছ থেকে ছুটি নিতে চাই।


এমন একটা গাছ হতে চাই
যাতে ফুল ফুটবে না
ফল ধরবে না
ভুল করেও প্রজাপতি গান শোনাবে না।


কিন্তু সে বেঁচে থাকবে
সমস্ত ঋতুর বিরুদ্ধে সংগ্রাম করে।


সব অবজ্ঞা , বিরক্তি , অবহেলা , তুচ্ছতাচ্ছিল্য কে
হেলায় উড়িয়ে দিয়ে।


আসলে সে কিছু না পেয়েও সব কিছু পেতে চায়
আসলে সে সব হারতে হারতেও একবার জয়ের স্বাদ নিতে চায়


মন এমন একটা  মন হতে চায়
যা ভাঙবে না , আঘাত পাবে না
কাঁদবে না , নিজের দুঃখের জন্য দুঃখ পাবে না।


শুধু আনন্দ করবে , কারণে অকারণে।
বিরহে , মিলনে।
বাঁচবে তো নিজের জন্য।
অসীম শান্তির মৃত্যুকামনা করবে নিজের জন্য।


শুধু নিজের জন্যই করবে
আর কারো জন্য নয়।


এমন একটা কণ্ঠ হতে চাই।
যে নিজের জন্য গুনগুন করবে।


যে সুর বাঁধবে, কথার বীজ বুনে তাতে সুরের জাল ছড়াবে
নিজের জন্য.................


যদি বিষপান করে নীলকণ্ঠ হতেই হয়
নিজের জন্য হবে।


অন্য কারো জন্য নয়।  
নিজের জন্য।..................