আলো আঁধারেতে ঘেরা তোমার প্রতিচ্ছবি
আজো হৃদয়ের কোন কোনে লুকিয়ে আছে কে জানে


ঠিক যেদিন শেষ রোদের ভিজে আলো
তীব্র ঝাঁঝালো কষ্ট সূচিমুখ যন্ত্রনা সব একাকার হয়ে গেছিলো
ঠিক সেখানে আজো দাঁড়িয়ে আছি


তুমি আলোর পথে এগিয়ে গিয়েছো অনেক দূরে
এতটাই দূরে যে
তোমার অবয়ব মনে নেই
শুধু প্রতিচ্ছবি টুকু ধরা আছে হৃদয়ের দেয়ালে


আদিম মানুষ আমি শুধু ভালোবাসতেই চেয়েছি
আবেগের চকমকি পাথরে মনের বহ্নিপতঙ্গ হয়েছি বারবার
তুমি সভ্যতার প্রতিভূ হয়ে
পরিবর্তন কে সাক্ষী রেখে আমাকে ফসিল করে তুলেছো


মেনে নিয়েছি এই পরিবর্তন এর ধর্মকে
জীবনের এই বহমান স্রোত এর তলায় চাপা পড়েছি কোথাও
উঠে আসার কোনো ইচ্ছে হয়নি কখনো


তিন দশকের অন্ধকার আজ আবার তার রাস্তা খুঁজে পেয়েছে
ক্ষতবিক্ষত মন আবার দুঃখবিলাসে ডুবে যেতে চেয়েছে


শেষ বিকেল আজো আসে ব্যার্থতার নালিশ নিয়ে
রক্তিম সূর্যের সাথে চোখ মেলাতে পারি না যন্ত্রনায়


শুধু তোমার প্রতিচ্ছবি দেখলে ক্ষনিকের নিরাশায়
আজো মিথ্যে বেঁচে উঠতে ইচ্ছে করে...................