আকাশে কাল যারা তারা এঁকেছিল
আজ ভোরের ঝাপসা কুয়াশায় অস্পষ্ট


হটাৎ দিগন্তে সিঁদুরে মেঘের অনাহুত আগমন
আর রাত্রির অন্ধকারে নিশ্চিহ্ন হওয়া গোধূলির বোবা কণ্ঠ


মোহনার সীমারেখায় নদী কি হারিয়েছে নিজের সত্ত্বা ?
নাকি সফল হয়েছে করতে দিগন্তহীন নুনের নির্বিষকরণ


লাগাম ছিঁড়ে কখন যেন বেপথে হারিয়েছে দিকশূন্য জীবন
আর মূর্খ হৃদয় মেলাতে ব্যস্ত ভাগ্য দুর্ভাগ্যের সমীকরণ


ন্যায় অন্যায়ের জলে ভাসছিলো যে রূপকথার ময়ূরপঙ্খী
চোরাস্রোতে ভেসে হটাৎ আটকে গেছে সম্ভব অসম্ভবের চড়ায়


চাঁদে বসে চরকা কাটা বুড়ি পুড়ছে আজ নরকের গরম তেলের কড়ায়
আর দাড়ি নেড়ে কাব্য লেখা বুড়ো হারিয়ে যাচ্ছে বাস্তবের ছন্দহীন ছড়ায়