তোমরা যারা সব পেয়েছির দলে  
তোমরা কি কখনো বুঝতে চেষ্টা করেছো না পাওয়ার জ্বালা


তোমরা কি কখনো অনুভব করেছো সব পেতে পেতে সব কিছু হারানো কাকে বলে?


তোমরা কি কখনো জেনেছো
রক্তে রক্তে শিরায় শিরায় অপমানের জ্বালা
কতটা আগুন জ্বালাতে পারে।


তোমাদের যাদের জীবনের সব শূন্যস্থান ভর্তি।
কখনো কি বুঝেছো জীবনে শূন্যস্থান থাকলে কি হয়???


তোমরা যারা জীবনের আস্বাদ গ্রহণ করতে করতে ক্লান্ত
কখনো কি বুঝেছো তৃষ্ণার্ত হওয়া কাকে বলে???


ভরন্ত নদী পরিবেষ্টিত হয়ে তোমরা যারা পরিপূর্ণ বনস্পতি হয়ে বেঁচেছো
তারা কি কখনো প্রখর মরুভূমির ক্যাকটাসের যন্ত্রনায় সামিল হতে পেরেছো।


তোমরা যারা প্রতি পদক্ষেপে নিজেদের ভালো বলে প্রতিপন্ন করার অক্লান্ত পরিশ্রম করেছো
আর দুনিয়া সব সময় তোমাদের সব সিদ্ধান্তকে বেদবাক্য বলে মেনেছে।


একবার হলেও তো তোমরা একবার কর্ণ বা নিদেনপক্ষে রাবণ হয়ে দেখতে পারতে।
তাহলে বুঝতে পারতে হয়তো ভাগ্যের ক্রীড়ানক হয়ে নিজের সম্ভ্রম হারাবার বেদনা।


তবুও এটাই বলবো তোমরা ভালো থাকো তোমাদের এক আকাশ সাফল্য নিয়ে।


আমরাও ভীষণ ভালো আছি আমাদের না পাওয়ার জ্বালা ,
সব পেয়েও সব হারানোর বেদনা ,
আমাদের সব অসাফল্যের দংশন বুকে নিয়ে।