আমি যে কখন হারিয়ে গেছি
নিজেই জানি না,
নিজেকে এখন নিজেই
আর চিনতে পারি না।
কে যে আমার আপন এখন-
কে যে আমার পর,
আমার পক্ষে চেনাই
এখন হচ্ছে কষ্টকর।
আত্মীয়-স্বজন কারো এখন
বিপদে পাইনা খোঁজ,
বিশাল এক জনসমূদ্র-
সবাই আজ হয়েছে নিখোঁজ।


আবহমান কাল ধরে যে সত্ত্বা-
ছিল আমার ধমনিতে,
নানান সুরে বেজে উঠতো
প্রতিটি মূহুর্তে।
হঠাৎ করে সেই স্বত্তা কখন
যে হারিয়ে গেছে কোথায়?
প্রাণের স্পর্শ আর পাইনে
খুঁজে এখন অসাঢ় এ আত্মায়।


এতোই আমি আত্মভোলা
বোঝাই আজি কি করে,
নিজেই নিজের স্বাধীন স্বত্তা
রাখতে পারিনে ধরে।
নিজের স্বত্তা ধরে রাখতে
আজি সবার প্রতি,
বিনীতভাবে জানাই তাই
জানাই আর একবার মিনতি।
××××××××××××××××


পল্লবী, ঢাকা-১২১৬।