যেন শুধু আমি বলী
আর তুমি যেন শুধু শোন,
এই জীবনে এর যেন
তার শেষ নেই কোন!


কত কাহিনী কত ঘটনাবলী
রাতের অজস্র তারকারাজী-
আলো হয়ে মেঘ
কোথা যেন যায় সব চলি!


ফুল ফুটে ওলি ছোটে
ধান ওঠে হাসি ফোটে
চাঁদের আলো জ্বলে
যে রাতের নিঝুম আকাশে।


নদী থেকে পাড়ি ভাঙে
প্লাবিত জল তরঙ্গের আঘাতে,
ঝড়ের আবর্তে নৌকা
ডোবে দুঃখের আঁধারে।


নতুন প্রাণের আগমনি বার্তা
জাগায় প্রাণে আদর স্নেহ;
আকাশের নীলিমার কেহ
শেষ দেখা পাইনা কখনো!
তেমনি যেন শুধু বলিব আমি
আর যেন তুমি শুধুই শুনিও।