মানুষ হয়ে, দিওনা ব্যাথা,মানুষের,প্রাণে।
         মরলে তো,সবাই যাব,একই,আসনে।।
        গোরই দাও বা, দাহই কর,
                   একই মাটিতে,সমর্পণ।
         একই মাটিতে,জন্ম সবার,
                     একই মাটিতে,মরণ।।
          তোমার রক্ত লাল,অন্যজনের,অন্য কিছু,
                    এমনটাতো নয়।
          তুমি রক্তমাংসে গড়া,অন্যজন,অন্য ভাবে,
                      তেমনটাও নয়।।
    রক্তের উপাদান,দুজনেরই এক,দুজনের রক্তই, লাল।
     একই মাটিতে,দুজনেরই কাটে,ইহকাল,পরকাল।।
         একই চন্দ্র,একই সূর্য্য,একই,গ্রহ তারা।
     একই আকাশ,একই বাতাস,একই,ঝর্ণাধারা।।
          একই খাল,একই বিল,একই সাগর, নদী।
     সময়ের স্রোত, দুজনের যায়,একই ভাবে,নিরবধি।।
      একই পাখী,ভাঙায় ঘুম,একই সুরে,ভোরবেলায়।
        প্রসব ব্যাথা,মাতৃ জঠরে,দুজনেই,মাকে দেয়।।
     মানুষ হয়ে,পরাণ খুলে তাই,মানুষের সাথে, মেশো।
       জাত পাত ভুলে,আলিঙ্গনে,বিদ্বেষ বিষ ,নাশো।।
    ___________________________