14 মে 2020; 21:48


বাস্তবতাকে ভুলে গেছি অণু-
যেখারে প্রেম কোমল ভাবে প্রবেশ করে না,
উষ্ণায়িত করে না হৃদয়-
নিরাপদে লুকানো যায় না ভালোবাসা।


আমার অস্তিত্বকে উজ্জ্বল করছি তোমার স্নেহে
সত্যিকার অর্থে এটি তোমার প্রশংসা নয়-
এটি তোমার উজ্জ্বল এবং শিল্পায়িত রূপ,
খুবই আলোকিত অন্তরের মানবীকতা,
যেখানে আমার অন্তর্দৃষ্টি আঘাত করে।


তবু; আমার কোন পছন্দ নেই-
জীবন যেন ছিনতাইয়ের আড়ালে লুকিয়ে
নোংরা নগর শহর সামাজিক সভ্যতায়
বিভৎস মনস্তাত্বিক বিপর্যয়ের মধ্যে গড়েউঠা
শৃঙ্খলিত কাঁটাযুক্ত মানবিক পরিবেশ।


অণু; শ্বাস-প্রশ্বাসেও যেন দূষিত বাতাস-
বাতাসে ভাসে হিংসার আঁশটে গন্ধ,
ভালোবাসাহীন অন্ধকার বর্ণহীন পৃথিবী
বহু দুরে হলেও আমার উষ্ণ হৃদয়-
একমুটো মৃদু অলস শীতল বাতাস চায়।


আমার লোভ এবং আত্মতৃপ্তির রায় নয়,
মানবিক দূষনে ন্যায্যতা হারানো প্রকৃতি-
সৃষ্টির আলোকসজ্জায় ঈশ্বরের সংগীত ছিন্নভিন্ন প্রায়,
নরমভাবে হৃদয়ে বোনা আমাদের ভালোবাসা; প্রেম-
নৈতিকতার রোষানলে দুঃখিত আজ,
দর্শকহীন-
অণু’র অন্তরাত্মার ত্রুটিহীন সৌন্দর্য।


সভ্যতায় অন্যায়ের অবশিষ্ট নেই-
উদাসীনতায় ঘেরা শিকারী সমাজ-
উষ্ণ মস্তিস্কে ব্যস্ত জনতার শীতল হৃদয়;
আর-
ঘৃণায় পূর্ণ ফুসফুসের বাতাস।


শকুনের মতো ছিঁড়ে খুঁড়ে খায়
মিষ্টি অমৃত হৃদয়ের প্রেম, অধিকার-
চোখ অন্তরের দৃষ্টিতে দোররা মারে
হিংস্র সভ্যতায় মাথা উঁচু করা
লেজ বাঁকানো গর্বিত সমাজ।


আমি উড়ন্ত পাখির মতো ঝোপঝাড়ে
সবুজ পাতার আড়ালে-
আঁকি মাকড়সার মতো মায়াজাল,
চুলে বিলিকেটে বাতাসের মৃদু নখদর্পণে
ভালোবাসার ঘ্রাণে ছবি আঁকি জীবনের।


এটুকুই আত্মার সুড়সুড়ি এবং খুশির দোলা
এটুকুই উষ্ণতা জীবনের-
এটুকুই ভাসায় আমায় ধীরে ধীরে,
স্বর্ণালী ভালোবাসার চকচকে গলিত লাভায়-
এটুকুই অজস্র কাঁচের ভিড়ে এক টুকরো হীরে।