অণু তুমি তো জানো
মনের ভাষা কতটা তরল
ওখানে ঝাঁপ দিয়েছে হৃদয়
পরিবর্তিত হৃদয়ে এখন
ভীষণ নিরবতা
যদিও তা কখনও
অনবদ্য প্রেমের গল্প ।


অণু নিরবতার শব্দ খুবই সুকঠিন
হৃদয়ে বাজে অবিরাম অবিরত
মনকে প্রাণে আটকে রাখে; আর
বুকের কার্নিশ হতে উর্ধমুখী হয়
বাসা বাঁধে মস্তিষ্কের স্মৃতি কোষে
সর্বস্বান্ত করে সকল গুণিতক
এমনকি সর্বশেষ ভয়।


ফলাফল ঈশ্বরের হাতে রেখে
সকল নির্মমতার সুখ বুকে চেপে
প্রাসঙ্গিক পরিহাস শুনি; ভালোবাসি
সময় হীন সময়
হোক যতই নির্মম স্থান
হোক নির্মম সময়
আমি তোমার দেখা চাই
আর একবার।