প্রেমকে জানতে হয অণু
নিবির ভাবে জানতে হয়- আপন হৃদয়
বাহ্যিক সোন্দর্যের বাহিরে আত্মার চাওয়া
জানায় কোন দ্বিধা নেই, বাধা নেই।


ভালোবাসা এসব জানতে চায় না
জানে শুধু মিষ্টি সাহস-
এবং উচ্চ আবেগে ইন্দ্রিয়ের সুখ,
সৌন্দর্যের ক্ষণস্থায়ী মুগ্ধতার মাতাল হাওয়া।


ভালোবাসা যখন হৃদয়ের প্রথম আশা ছুঁ’য়
প্রেমের শরীর দেখে-
আপন অবয়বে উষ্ণতা ছড়ায়- সূর্যের;
সেই মুহূর্তে খোল প্রেমের প্রভাতি জানালা।


মনের অনুশাষনে থাকা অস্থির হৃদয় দেখে;
অনুভবের জানালা বন্ধ করো ক্ষণিক-
মন পালানোর পথে মনের সাথে,
সহস্র প্রশ্নে বিদ্ধ করো হৃদয়; উত্তর চেয়ে নিও।


ভানকরা ভালোবাসার অভ্যন্তর দেখো-
খুঁজে পাওয়া যাবে কোন বিশ্রী আবেগ,
ভীত আত্মাকে অস্থিরতায় ভরিয়ে-
অস্থির করে তুলে ধীমান স্নায়ুরস।


অথচ আত্মার সুক্ষাতিসুক্ষ অনুভুতির
তোমার শুভেচ্ছাময় একটি হাসির জন্য
আমি জন্মান্তরের অপেক্ষায়- সময়ের সংকেত গুণি,
চাই তোমার অনির্ধারিত প্রেম আজিবন।


তোমার উপরে থাকুক আহ্লাদি চোখ
দু’টো হৃদয়ের আলোতে দেখুক
মোহ শূণ্য প্রেমের পরশে স্পন্দিত
লাল’চে হৃদপিন্ডের স্পন্দন।


আমার লাজুক আত্মার আশা-
আমাকে জাগিয়ে তোলে অবিরাম
তোমার মানবীয় গুণে- সমৃদ্ধ চেতনায়,
মিষ্টি মনের দুর্লভ সরল মুখ।


চাই মানুষের মতো চেনাশোনা হোক
আত্মার সৌন্দর্যে আমাদের পরমাত্মা
আমার চলমান জীবনে স্বপ্নের জানালায়
তুমি আত্মায় কৌতুহল জাগানো অণু।


08 মে 2020; 03:38