24 জুলাই 2020; 23:11
.
হাসি কখনও কেনা যায়না
পাওয়া যায় না মানবতার মালিকানা,
দ্বিত্তের গোপন রহস্যের মতো-
অণু আত্মার ভিতর বৃদ্ধি পায়,
তাঁর প্রেম হৃদয়ের সর্বশেষ মূল্যে
একাকীত্ব উপহার দেয়-
অদৃশ্য অস্পৃশ্য বাধা বিরতিতে-
ঠান্ডা ঠান্ডা হিমশীতল ভয়,
এবং অন্তর্গত তিক্ত ব্যথা
পুরনো শুকনো বাতাসে-
তরঙ্গায়ীত করে অন্তর।
.
নিরন্তর ভালোবাসা দেয়
আগুন জ্বালায়, শীতল আগুন-
আমার অন্ধকার হুদয়ের ভিতর,
অণু অনুভবের সবুজ বন
অনুভুতির চারণভূমি-
আবেগের পাহাড় ও বিরহ সমুদ্রে
সীমাহীণ অনন্ত বিস্তার-
স্বপ্নময় মায়ায় গ্রীষ্মের সূর্যোদয়ে-
সাত আসমান থেকে খুঁজে আনা,
উষ্ণতার স্নেহময়ী ভান্ডারের-
দ্বিধাহীন কৈলাশী আবেগ।