করোনা ভেবে আৎকে উঠি
মৃত্যু নয়তো পাপ
কত দিন থাকবো বেঁচে
কিসের অনুতাপ ?


সঙ্গ সাথী যাঁদের বলি
কোন মৃত্যুতে যায়
মৃত্যুর পরে উৎসব করে
একটুখানি হায় হায়।


ক’দিন বাদে কে কাঁদে
কোথাও দেখি নাই
কাঁদার মধ্যে থাকে শুধু
কোথায় রেখে যাই।


যখন পূর্বসুরী সবাই গেল
একই পথে তাঁরা
তাদের গোষ্ঠী পূর্ণ হবে
আমরা গেলে মারা।


তুমি তাঁদের কথা ভেবে
তাঁদের জন্য কাঁদো
তাদের কাছে যেতে হবে
ভাবো কি আদৌ ?


মায়া যদি থাকতো প্রাণে
তাদের মায়া কই
বুঝাও এবার কিসের মায়ায়
কেন বেঁচে রই।


যাঁরা গেছেন মৃত্যুর পথে
তাদের প্রেম ভুলে
নিচ্ছি সবাই নিজের হতে
কোন পিরিতি তুলে ?


মায়া কায়া কিছু নয়
লোভের প্রতি টান
আমরাও তাই চাই এখন
না হারাতে প্রাণ।


একই ভাবে ভুলবে সবাই
আছে যতো মায়া
জগতে শুধু থাকবে সবার
কৃত কর্মের ছায়া।


কর্ম ফল হিসেব করো
কি করেছো ভালো
নরক হলো কঠিন আঁধার
পাবে সেথায় আলো?